Allah and Muhammad SAWS in Qasim Dreams

মোহাম্মাদ (সঃ) মোহাম্মাদ কাসীমকে ওমর (রাঃ) এর স্কুলে ভর্তি করিয়ে দিলেন।

তারা জিজ্ঞেস করলো, আপনি কি এখানে নতুন ছাত্র? আমি বললাম, জ্বী। আমার আজকে স্কুলের প্রথম দিন। অন্য একজন আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবেন? আমি বললাম কিছুই খাব না। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তারা তখন জুস আর স্যান্ডউইচ নিয়ে আসলো সবার জন্য, আমাকেও দিলো। তখন তারা বলল, এখানে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয় যে, আমরা সবাই ভাই ভাই, আর আমাদের অন্য ভাইদেরও সে ভাবেই খেয়াল রাখতে হবে, যেভাবে আমরা নিজেদের খেয়াল রাখি এবং তারা বলল, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আমি মনে মনে বললাম, সুবহানআল্লাহ্। যেমনি স্কুলটি অনেক উচ্চ মর্যাদার, তেমনি স্কুলের ছাত্রগুলোও…..তখন এমন কি ঘটলো যে সবকিছুই পরিবর্তন হয়ে গেল, তখন আসমান থেকে, আল্লাহ্র আওয়াজ আসতে ছিল, কাসীম, এমনটা কখনোই হতে পারেনা যে, যার সাথে মোহাম্মাদ (সঃ) এর দোআর বরকত আছে তাকে আল্লাহ্ একলা ছেড়ে দেবে, আল্লাহ্ অতীব দয়ালু ও সবকিছুর উপর ক্ষমতাশীল…..ওমর (রাঃ) বললেন, সুবহানআল্লাহ, এই স্কুলে শুধু তারাই ভর্তি হতে পারে, যাদেরকে আল্লাহ্ অনুমতি দেন তার অশেষ রহমতে। চলো, এখন আমরা ভিতরে যাব এবং সবাই মিলে আল্লাহ্র প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করব, তারপর ক্লাস শুরু করব।

You may also like

Page 4 of 6

1 thought on “মোহাম্মাদ (সঃ) মোহাম্মাদ কাসীমকে ওমর (রাঃ) এর স্কুলে ভর্তি করিয়ে দিলেন।”

Leave a Reply